মাত্র ১২ মিনিটে মাইক্রোওয়েভ ওভেনে বিফ ভুনা!

আজ থাকছে অনেকের প্রিয় বিফ ভুনা করার রেসিপি। এতে সময় লাগবে সব মিলিয়ে ১০ থেকে ১২ মিনিট।

যা লাগবে:

গরুর মাংস আধা কেজি

টক দই আধা কাপ

আদা-রসুন বাটা ১ চা চামচ করে

পেঁয়াজ বাটা ১/৪ কাপ

হলুদ ও ধনিয়া গুঁড়ো আধা চা চামচ করে

মরিচ গুঁড়ো ১ চা চামচ

জিরা গুঁড়ো ১ চা চামচ

গরম মসলা গুঁড়ো ১/৪ চা চামচ

আস্ত তেজপাতা, এলাচ, দারুচিনি কয়েকটি করে

তেল আধা কাপ

লবণ স্বাদমতো

প্রণালি:

গরুর মাংসকে টক দই দিয়ে মেখে রেখে দিন। আগের দিন রাতেই মেখে রাখতে পারেন। অথবা রান্নার ২/৩ ঘণ্টা আগে মেখে রাখুন।

জিরা গুঁড়ো ও গরম মসলা বাদে বাকি সব মসলা ও তেল একটি ওভেন প্রুফ বাটিতে নিন। ১/৪ কাপ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এবার এই মিশ্রণে ঢাকনা ছাড়া হাই পাওয়ারে রান্না করুন দুই মিনিট।

২ মিনিট পর বাটি বের করে ভেতরে মাংস দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে ১/৪ কাপ পানি দিন। এবার ঢাকনা দিয়ে হাই পাওয়ারে রান্না করুন ৭/৮ মিনিট।ওভেন বন্ধ হয়ে গেলে খুলবেন না। সেভাবেই রেখে দিন ৫ মিনিট। কারণ উত্তাপের কারণে ভেতরে তখনও রান্না চলছে।

৫ মিনিট পর মাংস বের করে জিরা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিন। একটু যাচাই করে দেখুন মাংস সেদ্ধ হয়েছে কি না। তারপর প্রয়োজন অনুসারে আরও ১ থেকে ৫ মিনিট রান্না করুন ঢাকনা দিয়ে।ওভেন বন্ধ হয়ে গেলে ৫ মিনিট পর বের করুন। বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম।

টিপস

মাইক্রোওয়েভে কিছু রান্না করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করুন। প্রয়োজনে একটানা ৮ মিনিটের জন্য ওভেন না চালিয়ে ভাগে ভাগে চালান। এতেও সহজে মাইক্রোওয়েভে রান্না শিখে নিতে পারবেন।

সূত্র: প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button